নম্বর সেভ না করেই গ্রুপে অ্যাড করুন
নম্বর সেভ না করেই গ্রুপে অ্যাড করুন
নাম্বার সেভ না করেই গুরুপে অ্যাড করুন এখন থেকে কোনো নাম্বার সেভ করা ছাড়াই যে কাউকে WhatsApp গুরূপে অ্যাড করতে পারবেন। হ্যাঁ ঠিক শুনেছেন এটা একদম সম্ভব কিন্তু ওনাকেই জানেন না যে কিভাবে এই কাজটা করতে হয় বা সে কিভাবে করবেন।আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি যে কাউকে WhatsApp গুরূপে অ্যাড করবেন এবং নাম্বার সেভ না করেই। তাহলে চলুন দেখি কিভাবে কাজ টুকু করবেন। এই কাজ টা করার আগে একটা কাজ আপনাকে করতে হবে সেটা হলো আপনার একটা গুরুপ থাকতে হবে যে খানে আপনি অ্যাড করবেন।
এখানে হতে পারে আপনার কাছে গুরুপ আছে আবার হতে পারে আপনার কাছে WhatsApp Gurup নেই।
তাহলে আমাদের আগে জানতে হবে WhatsApp Gurup কিভাবে বানাতে হয়।
WhatsApp Gurup কিভাবে বানাবো
আমি ধাপে ধাপে লিখে দিচ্ছি আপনি একটু মনদিয়ে পড়লে গ্রুপ খুলতে পারবেন আমি নিচে স্টেপ বাই স্টেপ লিখছি।
প্রথমে আপনার মোবাইলে WhatsApp অ্যাপ চালু করুন।
উপরের ডান দিকের “তিনটি ডট” (⋮) চেপে দিন
Android ফোন হলে, ডান দিকে উপরে থাকা তিনটি ডট-এ ক্লিক করুন।
New group বা “নতুন গ্রুপ” অপশন সিলেক্ট করুন
এখানে ক্লিক করলে আপনার Contact List খুলে যাবে।
যাদের আপনি গ্রুপে রাখতে চান, তাদের Contact সিলেক্ট করুন
১ জন বা একাধিক বন্ধুকে সিলেক্ট করুন।
তারপর নিচে থাকা Green Arrow (→) চেপে সামনে এগোন।
এবার আপনার পছন্দমতো একটি গ্রুপের নাম (Group Subject) লিখুন। যেমনঃ বন্ধুদের আড্ডা Family Chat ইত্যাদি।
চাইলে গ্রুপের একটি ছবি দিন
ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি একটি গ্রুপ প্রোফাইল ছবি যোগ করতে পারেন।
সব কিছু ঠিক থাকলে উপরের সাইন চাপুন — ব্যস আপনার WhatsApp গ্রুপ তৈরি!
আপনি চাইলে Group Description দিতে পারেন।
Admins নির্ধারণ করতে পারেন।
Group Privacy সেট করতে পারেন (কে ম্যাসেজ পাঠাতে পারবে, ইত্যাদি)।
আসা করি আপনি একটা gurup খুলে ফেলেছেন এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে নাম্বার না সেভ করে কিভাবে WhatsApp Gurup এ অ্যাড করবেন।
হয় তো আপনি ঠিক মত বুজতে পারেন নি যে কিভাবে gurup খুলতে হয় তাই আমি এটা ভিডিও দিচ্ছি সেই ভিডিও টি দেখে আপনি নতুন Gurup খুলতে পারবেন।
নম্বর সেভ না করেই গ্রুপে অ্যাড করুন
এখন আপনি পুরো ক্লিয়ার যে কিভাবে WhatsApp Gurup কিভাবে খুলতে হয়। এখন আপনি জানতে চান যে কিভাবে নাম্বার না সেভ করে কিভাবে WhatsApp Gurup এ অ্যাড করবে চলুন তাহলে দেখে নিই।
আমি আপনাদের সুবিধা তে একটা ভিডিও বানিয়ে রেখেছি আপনি ভিডিও দেখে খুব সহজে কাজ টা করতে পারবেন।
আমি নিচে ভিডিও টা দিয়ে দিচ্ছি আপনি ভিডিও টা দেখে কাজ টা শুরু করুন।
আমি জানি আপনি নতুন কিছু শিখতে পারবেন ভিডিও টা দেখুন।
নম্বর সেভ না করেই গ্রুপে অ্যাড করুন
এখন আপনি পুরো পুরী ক্লিয়ার যে কিভাবে নাম্বার না সেভ করে gurup এ অ্যাড করতে হয়। কিছু টিপস্ আর কিছু ট্রিকস ব্যাবহার করলেই আমরা সব কিছু কাজ করতে পড়ি।
তাহলে বলুন কেমন লাগলো এই পোস্ট যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আমাদের কাজ করতে আগ্র করে তোলে।
বাংলা কন্টেট খুব কম চলে তাই বাংলা কে ভালো বসুন বাংলা কে সাপোট করুন।
যায় হোক আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন।
0 মন্তব্যসমূহ
একটা কমেন্ট মানেই অনেক বড় অনুপ্রেরণা! তাই চুপচাপ দেখে পালিয়ে যেও না