Facebook অ্যাকাউন্ট মুছে ফেলুন মোবাইল দিয়ে
Facebook অ্যাকাউন্ট মুছে ফেলুন মোবাইল দিয়ে
বর্তমানে ফেসবুক আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। তবে অনেক সময় এমন পরিস্থিতি আসে, যখন নিজের Facebook আইডি বন্ধ করতে হয়। কেউ হয়তো পুরাতন ফেসবুক আইডি রাখতে চান না, কেউ হয়তো বিরক্ত হয়ে ফেসবুক ছাড়তে চান। অনেকে আবার ডিএক্টিভ বা ডিলিট করার পদ্ধতি খুঁজে পান না।
এই পোস্টে আমরা বিস্তারিত জানবো ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম — মোবাইল ও কম্পিউটার দুইভাবেই।
ফেসবুক আইডি ডিলিট করলে কি হয়?
প্রথমেই জেনে নেওয়া দরকার, আপনি যদি Facebook আইডি ডিলিট করেন, তাহলে কী কী ঘটবে:
-
আপনার প্রোফাইল, পোস্ট, ছবি, ভিডিও, কমেন্ট সম্পূর্ণ মুছে যাবে
-
মেসেঞ্জারও বন্ধ হয়ে যাবে
-
আপনি আর সেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না
-
অন্য কেউ আপনার নাম সার্চ করলেও পাবেন না
তবে আপনি চাইলে প্রথমে ফেসবুক আইডি ডিএক্টিভ করে রাখতে পারেন। এতে করে আপনার অ্যাকাউন্ট অনলাইনে থাকবে না, কিন্তু পরে ফিরে আসতে পারবেন।
Facebook অ্যাকাউন্ট মুছে ফেলুন মোবাইল দিয়ে
এখন দেখে নেওয়া যাক, কীভাবে আপনি আপনার মোবাইল ফোনে ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ডিলিট করবেন:
১: ফেসবুক অ্যাপে লগইন করুন
আপনার ফোনে ফেসবুক বা Facebook Lite অ্যাপ খুলুন এবং নিজের অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২: Menu বা “≡” অপশন সিলেক্ট করুন
উপরে ডানদিকে থ্রি-লাইন আইকনে ক্লিক করুন।
৩: Settings & Privacy > Settings
এখানে গিয়ে “Access and Control” বা “Account Ownership and Control” অপশন খুঁজে বের করুন।
৪: Deactivation and Deletion
এখানে আপনি দুটি অপশন দেখবেন:
-
Deactivate Account
-
Delete Account
৫: Delete Account সিলেক্ট করুন
“Delete Account” সিলেক্ট করে Continue চাপুন। এরপর পাসওয়ার্ড দিন এবং আপনার প্রোফাইল চিরতরে মুছে যাবে।
এটাই হলো মোবাইল থেকে ফেসবুক ডিলিট করার সহজ ও নিরাপদ নিয়ম।
Facebook Lite অ্যাপ থেকে একাউন্ট ডিলিট করার সহজ পদ্ধতি
অনেকেই এখন Facebook Lite ব্যবহার করেন কারণ এটি লো-ডেটা এবং কম র্যাম লাগে। তাই জেনে নিন, Lite অ্যাপ থেকে কীভাবে অ্যাকাউন্ট মুছে ফেলবেন:
১: Facebook Lite অ্যাপ খুলুন
২: উপরের ≡ আইকনে ক্লিক করুন
৩: Settings & Privacy > Settings
৪: “Account Ownership and Control” > “Deactivation and Deletion”
৫: “Delete Account” সিলেক্ট করে Continue দিন
৬: পাসওয়ার্ড দিয়ে Delete নিশ্চিত করুন
এইভাবেই আপনি খুব সহজে Facebook অ্যাকাউন্ট মুছে ফেলুন মোবাইল দিয়ে, এমনকি Lite অ্যাপ থেকেও।
কম্পিউটার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পদ্ধতি
১: ফেসবুক সাইটে লগইন করুন
www.facebook.com-এ গিয়ে আপনার একাউন্টে প্রবেশ করুন।
২: ডানদিকে উপরের “Account” > “Settings & Privacy” > “Settings”
৩: আপনার Facebook তথ্য > “Deactivation and Deletion”
৪: Delete Account নির্বাচন করুন
পাসওয়ার্ড দিয়ে Delete Confirm করুন। আপনার প্রোফাইল ও সমস্ত তথ্য মুছে যাবে।
চাইলে আপনি আগে আপনার ডেটা ডাউনলোড করে রাখতে পারেন “Download Your Information” অপশন থেকে।
ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম
যদি আপনি অ্যাকাউন্ট ডিলিট না করে কিছুদিনের জন্য বন্ধ রাখতে চান, তাহলে নিচের স্টেপগুলো অনুসরণ করুন:
-
Settings > Access and Control
-
Deactivation and Deletion
-
“Deactivate” নির্বাচন করুন
-
কারণ দিন ও কনফার্ম করুন
Deactivate করলে আপনি চাইলে পরে আবার অ্যাকাউন্ট রি-অ্যাক্টিভ করতে পারবেন।
ফেসবুক আইডি ডিলিট করার পিক – সত্যি কি দরকার?
অনেকেই গুগলে খোঁজেন “ফেসবুক আইডি ডিলিট করার পিক”, কিন্তু বাস্তবে এর কোনো দরকার নেই। আপনি যদি উপরের ধাপগুলো অনুসরণ করেন, তাহলে সহজেই নিজের একাউন্ট ডিলিট করতে পারবেন।
পুরাতন ফেসবুক আইডি ডিলিট করবেন কেন?
-
অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না
-
অচেনা লোকজন অ্যাড হয়ে যাচ্ছে
-
পুরোনো তথ্য বা ছবি রাখতে চাইছেন না
-
একই নামের নতুন আইডি খুলেছেন
এইসব কারণে অনেকেই চান পুরাতন Facebook একাউন্ট ডিলিট করতে।
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম (সংক্ষেপে)
যদি আপনি ডিলিট করার পর আবার নতুন একাউন্ট খুলতে চান, তাহলে এই নিয়মে করতে পারেন:
-
Facebook অ্যাপে যান
-
Sign Up বেছে নিন
-
নাম, জন্মতারিখ, ইমেল/ফোন ও পাসওয়ার্ড দিন
-
Profile Photo দিন ও Confirm করুন
এটাই হলো নতুন ফেসবুক একাউন্ট খোলার সহজ নিয়ম।
ফেসবুক ডিলিট করার নিয়ম প্রথম আলো, টিভি৯ বা অন্য যেখানেই আপনি দেখুন না কেন—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যেন সঠিক পদ্ধতিতে নিজের তথ্য মুছে ফেলতে পারেন।
আপনি যদি সত্যিই ফেসবুক ছেড়ে দিতে চান, তবে পোস্টের ধাপগুলো অনুসরণ করলেই একদম সঠিক ও নিরাপদ উপায়ে আপনার ফেসবুক আইডি বন্ধ করতে পারবেন।
আপনি যদি ৩০ দিনের মধ্যে আবার লগইন করেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্ট রিকভার হয়ে যাবে। তাই চূড়ান্তভাবে ডিলিট করতে হলে সেই সময় পেরিয়ে যেতে দিন।
এই পোস্টটি ছিল smicrot.info ব্লগের পক্ষ থেকে একটি তথ্যপূর্ণ সহায়তা। সঠিক সিদ্ধান্ত নিন, নিরাপদে থাকুন।
0 মন্তব্যসমূহ
একটা কমেন্ট মানেই অনেক বড় অনুপ্রেরণা! তাই চুপচাপ দেখে পালিয়ে যেও না 🙃