এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

 এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

হটাই করেই আপনার ফোনের নেট শেষ হয়ে গেছে এখন আপনার খুব প্রয়োজন ইন্টারনেট এমন সময় কি করবেন। সেই সময় আপনি আপনার বন্ধুর কাছে ইন্টারনেট দ্ধার নিতে পারবেন। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটা একদম 100% সম্ভব। তাই আজ আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে নেট ধার নিয়ে আবার কিভাবে আপনি নেট চালাতে পারবেন। 
সম্পূর্ণ পোস্ট টা দেখুন এবং নতুন কিছু শিখুন। চলুন তাহলে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে নেট বা MB ধার নিয়ে চালাবেন। 

আগে জানুন যে কিভাবে হ্যাঁ কিভাবে আমরা নেট নিতে পারবো ধার নেওয়ার ওনাকে কিছু অপশন আছে কিন্তু সব থেকে সহজ ভাবে নেবো সেটা হলো WIFi হ্যাঁ wifi দিয়ে নেট ধার নেওয়ার সম্ভব কিন্তু ওনাকেই জানেন না যে কিভাবে তার জন্যই আমি এখন সব কিছু মন দিয়ে দেখুন। 

এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

সবার প্রথম আপনাকে যা করতে হবে আপনাকে আপনার বন্ধুকে বলবে যে বন্ধু আমার তো নেট শেষ হয়ে গেছে তা বন্ধু তুই আমাকে একটু wifi ধার দে আমি ও তোকে একদিন দিয়ে দোবো। 
তারপর তার ফোন থেকে wifi টি অন করুন। করার জন্য ওপর থেকে কন্ট্রোল প্যানেল নিচে দিকে নাবিয়ে নিন। 
মনে আপনি যেটা নাবিয়ে  নেট অন করেন  সেটা অন করুন। তারপর দেখবেন যে হসপট নামে একটা অপশন পাবেন সেখানে টাচ করুন আপনার বন্ধুর ফোন এ 
এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

এটা অন হয়ে গিয়ে আপনার ফোনে wifi অন করুন এক ভাবে ওপর থেকে নিচে নাবিয়ে WiFi অন করুন তারপর চাপ দিয়ে ধরুন। 
এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম

এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠানোর নিয়ম


তারপর দেখবেন আপনার বন্ধুর wifi টি দেখে যাচ্ছে তারপর সেখানে চাপদিন দেখবেন যে কানেট হয় গেছে যদি কোনো কারণে কনেট না হয় তাহলে বুঝবেন যে পাশওয়ার্ড চাইছে। 
আপনি আপনার বন্ধু কে বলুন যে বন্ধু তোর hospot পাশওয়ার্ড কি আছে আমাকে বল সে পাসওয়ার্ড বললে আপনি লিখে কনেট করলেই আপনি নেট চালাতে পারবেন। 
এখন আপনার বন্ধু যদি বলে যে আমি পাশওয়ার্ড জানি না তখন কি করবেন। 

ভয় নেই আমি বলছি কি করবেন প্রথম বন্ধুর ফোন টা একবার আপনি আপনার হাতে নিন তারপর hospot টা চাপ দিয়ে ধরে থাকুন। তারপর দেখবেন যে আপনার সামনে নতুন একটা সেটিং খুলে যাবে। 


সেটিং একটু ভালো করে দেখলে আপনি hotspot password দেখতে পাবেন সেই পাশওয়ার্ড দিলেই কনেট হয়ে যাবে এখন আপনি নেট চালাতে পারবেন। এখন আপনি আপনার ইচ্ছা মতো নেট চালিয়ে নেট টা শেষ করে দিন। 
তারপর বন্ধুর মাথায় হাত বলবে আর কোনো দিন তোকে potspot দোবো না কিন্তু বন্ধু তো আপনাকে আবার ও সে দেবে তাই বন্ধুর potspot নিলে একটু লিমেটে চালাবেন। 

আজ আমি আপনাদের হাসি মজাই শাকালাম যে কিভাবে wifi দিয়ে নেট চালাতে হয় পোস্ট ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্ট করতে ভুলবেন না বাই






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ