আপনি ছবি মুছলেন, WhatsApp মুছেনি…

আপনি ছবি মুছলেন, WhatsApp মুছেনি…?

আপনি ছবি মুছলেন, WhatsApp মুছেনি…


 আপনি ছবি মুছে ফেলেছেন ভেবে নিশ্চিন্ত? কিন্তু WhatsApp এখনও তা লুকিয়ে রেখে দিয়েছে… আপনার অজান্তেই!

ভাবুন তো, আপনি কারো ব্যক্তিগত ছবি মুছে ফেলেছেন… অথচ সেটা এখনও ফোনে থেকে গেছে, ফাইল ম্যানেজারের অন্ধকার কোনে! 

এইসব "মুছে গেছে ভেবে ফেলে রাখা" ছবি একদিন আপনার অপ্রস্তুতির কারণ হতে পারে!
আজকের এই পোস্টে আমি দেখাবো—WhatsApp ডিলেট করা ছবি কিভাবে খুঁজে পাবেন ফাইল ম্যানেজার দিয়ে, একেবারে স্টেপ বাই স্টেপ।

 সাবধান! আপনি হয়তো যা ভাবছেন, সত্যি তা নয়।
ছবি মুছে গেলেও WhatsApp তা মুছে ফেলে না — বরং আলাদা করে লুকিয়ে রাখে!

আপনি কি চান সেই ফোল্ডারগুলো খুঁজে বের করে দেখে নিন আপনার মুছে ফেলা ছবি কোথায় আছে?
তাহলে এখনই স্ক্রল করুন… নিচের গাইড আপনার জন্য।

 কিভাবে মুছে ফেলা WhatsApp ছবি খুঁজে পাবেন File Manager দিয়ে

অনেকেই ভাবেন WhatsApp থেকে ছবি ডিলেট করলে তা চিরতরে হারিয়ে যায়। কিন্তু তা পুরোপুরি সত্যি নয়! WhatsApp আপনার ছবি সংরক্ষণ করে রাখে ফোনের নির্দিষ্ট একটি ফোল্ডারে।
এই গাইডে আমি দেখাবো কীভাবে আপনি নিজেই সেই ফোল্ডারে ঢুকে মুছে ফেলা ছবিগুলো খুঁজে পেতে পারেন।


 File Manager অ্যাপ খুলুন

প্রথমে আপনার ফোনে থাকা File Manager বা My Files অ্যাপটি খুলুন।
প্রায় সব Android ফোনেই এটা আগে থেকেই ইনস্টল থাকে।


 Internal Storage বা Main Storage তে যান

File Manager খুলে Internal Storage, Phone Storage বা Main Storage অপশনটি বেছে নিন।
এটাই হচ্ছে আপনার ফোনের মেমোরি যেখানে WhatsApp ডেটা সংরক্ষিত থাকে।


 WhatsApp নামের ফোল্ডার খুঁজুন

স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন একটা ফোল্ডার যার নাম:
📁 WhatsApp

এই ফোল্ডারেই সব মিডিয়া ফাইল জমা হয়, এমনকি ডিলেট হওয়া ছবিও!


Media > WhatsApp Images

WhatsApp ফোল্ডারের ভেতর ঢুকে যান →
তারপর এই পথ অনুসরণ করুন:

📂 WhatsApp > Media > WhatsApp Images

এই ফোল্ডারের মধ্যেই WhatsApp-এর মাধ্যমে আসা সব ছবি থাকে — এমনকি আপনি যেগুলো চ্যাট থেকে ডিলেট করেছেন, সেগুলোও!


Sent বা Hidden ফোল্ডার দেখুন

অনেক সময় WhatsApp ছবিগুলো ".Sent" নামের এক গোপন ফোল্ডারে জমা থাকে।
আপনার File Manager-এ "Show Hidden Files" বা "Hidden Items" অন করুন, তাহলেই আপনি .Sent নামে ফোল্ডার দেখতে পাবেন।

📂 WhatsApp Images > .Sent

এখানে আপনি হয়তো এমন অনেক ছবি পাবেন যেগুলো আপনি মনে করেছিলেন মুছে গেছে।


  • কোনো ছবিতে হাত দিয়ে ধরে রাখলে আপনি তা পুনরায় গ্যালারিতে কপি করতে পারেন

  • Delete করতে চাইলে এখান থেকেই একসাথে সব মুছে ফেলা যাবে

  • গোপন রাখতে চাইলে এই ফোল্ডারটি নিজেই Hidden করে রাখতে পারেন

আপনি যদি উপরের ধাপগুলো পড়ে বুঝতে কিছুটা সমস্যা অনুভব করেন, চিন্তা নেই।

আমি নিচে একটি ভিডিও যুক্ত করেছি যেখানে লাইভ দেখানো হয়েছে কিভাবে File Manager ব্যবহার করে WhatsApp-এর মুছে যাওয়া ছবি খুঁজে পাওয়া যায়।

 ভিডিওটি দেখে নিন, একবার দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে:

 আপনি ছবি মুছলেন, WhatsApp মুছেনি

আমরা অনেক সময় WhatsApp-এ এমন ছবি পাই, যেগুলো গুরুত্বপূর্ণ হলেও ভুল করে ডিলিট করে ফেলি — কখনো নিজেরা, কখনো যিনি পাঠিয়েছিলেন তিনি মুছে ফেলেন।
কিন্তু চিন্তার কিছু নেই। আপনি যদি ব্যাকআপ ছাড়াই WhatsApp-এর ডিলিট হওয়া ছবি রিকভার করতে চান, তাহলে মাত্র একটি অ্যাপই যথেষ্ট —
DiskDigger Photo Recovery

এই পোস্টে আপনি শিখবেন:

  • কিভাবে DiskDigger দিয়ে WhatsApp-এর ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন

  • কিভাবে sender-এর ডিলিট করা ছবি উদ্ধার করা যায়

  • কীভাবে 2 বছর আগের ছবিও খুঁজে পাওয়া সম্ভব

  • iPhone বনাম Android এর পার্থক্য

  • এবং আরও অনেক কিছু…


 DiskDigger দিয়ে WhatsApp Photo Recovery (Android)

DiskDigger অ্যাপটি ফোনের স্টোরেজ স্ক্যান করে পুরনো, ডিলিট হওয়া ছবিগুলো উদ্ধার করতে পারে। WhatsApp-এর ডিলিট হওয়া ছবিগুলোর অনেক সময় কপি থেকে যায় Internal Storage-এ, সেখান থেকেই ছবিগুলো ফিরে আনা সম্ভব।

 DiskDigger ইনস্টল করুন

 অ্যাপটি ওপেন করুন

  • অ্যাপ চালু হলে "Basic Scan" (Root না করা ফোনের জন্য) বা "Full Scan" (Root ফোনের জন্য) অপশন আসবে

  • Root না করলেও Basic Scan দিয়েই WhatsApp-এর ছবি পাওয়া যেতে পারে

 স্ক্যান করুন

  • অ্যাপ ফোনের মেমোরি স্ক্যান করে ডিলিট হওয়া ফাইল দেখাবে

  • ফিল্টার করে WhatsApp Images, Screenshots বা Downloads ফোল্ডার খুঁজুন

 ছবি রিকভার করুন

  • যে ছবিগুলো আপনি ফিরে পেতে চান, সেগুলো সিলেক্ট করুন

  • "Recover" বাটনে ক্লিক করে সেগুলো গ্যালারিতে বা অন্য ফোল্ডারে সেভ করে ফেলুন


যারা জিজ্ঞাসা করেন…

 Recover WhatsApp photos deleted by sender without backup?

 হ্যাঁ, যদি ওই ছবি আপনার ফোনে অটো-ডাউনলোড হয়ে গিয়ে থাকে, তাহলে DiskDigger সেই কপি স্ক্যান করে বের করতে পারে।

 Recover deleted WhatsApp photos without backup?

 হ্যাঁ, DiskDigger ব্যাকআপ ছাড়াই মেমোরি থেকে ছবি রিকভার করতে পারে।

 How can I recover my 2 year old deleted WhatsApp photos?

 যদি ফোনে সেই সময়ের ডেটা ওভাররাইট না হয়ে থাকে, তাহলে সম্ভব। পুরনো ফোন হলে সম্ভাবনা বেশি।

 WhatsApp delete photo recovery app?

 DiskDigger নিজেই একটি জনপ্রিয় ও কার্যকর WhatsApp ডিলিট ফটো রিকভারি অ্যাপ।

 Recover deleted WhatsApp photos without backup iPhone?

DiskDigger শুধুমাত্র Android-এ কাজ করে। iPhone-এর জন্য iCloud বা পেইড সফটওয়্যার প্রয়োজন।


 iPhone ব্যবহারকারীদের জন্য

DiskDigger iPhone-এ কাজ করে না। আপনি চাইলে ব্যবহার করতে পারেন:

  • Dr.Fone iPhone Data Recovery

  • iMobie PhoneRescue

  • অবশ্যই iCloud/iTunes ব্যাকআপ থাকতে হবে।


WhatsApp Recovery Photo Download

DiskDigger দিয়ে ছবি রিকভার করে আপনি সরাসরি গ্যালারিতে সেভ করতে পারবেন বা Google Drive/Dropbox এ আপলোড করতে পারবেন। এর মানে — আপনি চাইলে WhatsApp recovery photo download করেও রাখতে পারেন!

যদি আপনি এই ধাপগুলো বুঝতে সমস্যায় পড়েন, চিন্তা করবেন না।
আমি নিচে একটি ভিডিও দিয়েছি যেখানে লাইভ দেখানো হয়েছে কিভাবে DiskDigger দিয়ে WhatsApp-এর মুছে যাওয়া ছবি উদ্ধার করবেন।

 ভিডিওটি দেখে নিন:

আমরা অনেক সময় কিছু মুহূর্ত ভুল করে হারিয়ে ফেলি, আবার কিছু হারানো জিনিস ফিরে পেতে চেয়েও পাই না। তবে প্রযুক্তি মাঝে মাঝে সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আবার আমাদের সামনে ফিরিয়ে আনে।

এই পোস্টটি যদি আপনার হারিয়ে যাওয়া প্রিয় কোনো ছবিকে ফিরিয়ে আনতে সাহায্য করে, তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে।

ভালো থাকুন, 
Smirot

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ