কিভাবে ফেসবুক আইডি খুলবো 2026

 কিভাবে ফেসবুক আইডি খুলবো

কিভাবে ফেসবুক আইডি খুলবো 2026


আজকাল সামাজিক যোগাযোগের কথা উঠলেই প্রথম নাম আসে — ফেসবুক। বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ হোক, ছবি শেয়ার করা হোক, কিংবা নিজের পরিচয় গড়ে তোলা — সবকিছুর জন্যই এখন মানুষ ফেসবুকের দিকেই ঝুঁকছে। আপনি কি নতুন একটি ফেসবুক আইডি খুলতে চান, কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন?

 ভাবছেন — "ফেসবুক আইডি খোলা কি খুব ঝামেলার কাজ?"

না! এটি একদমই সহজ – যদি আপনি সঠিক নিয়মটি জানেন।

এই পোস্টে আমি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাব কিভাবে ফেসবুক আইডি খুলবেন ২০২৬ সালে, তাও মোবাইল এবং কম্পিউটার দুইভাবেই — একদম সহজ ভাষায়, ধাপে ধাপে।

তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক!

ফেসবুক আইডি খোলার জন্য যা দরকার

ফেসবুক আইডি খুলতে বেশি কিছু লাগে না। নিচের দুইটার যেকোনো একটা থাকলেই হবে:

একটা ফোন নম্বর
 অথবা একটা Gmail (ইমেইল অ্যাকাউন্ট)

এই দুটার মধ্যে যেটা আপনার আছে, সেটা দিয়ে ফেসবুক আইডি খুলে ফেলতে পারবেন।

মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক আইডি খুলবো

একটা স্মার্টফোন আর ইন্টারনেট থাকলেই আপনি ঘরে বসেই নিজের ফেসবুক আইডি খুলতে পারবেন। নিচে ধাপে ধাপে বলা হলো – যেন একদম নতুন ব্যবহারকারীও বুঝতে পারে।


 ফেসবুক অ্যাপ ডাউনলোড করুন

প্রথমে আপনার মোবাইলের Play Store (অ্যান্ড্রয়েড) অথবা App Store (iPhone) এ যান।
সেখানে গিয়ে “Facebook” লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করুন।


অ্যাপ খুলে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন

অ্যাপ খুললে নিচে দেখবেন  Create New Facebook Account
এখানে চাপ দিন, তারপর Next বা চালিয়ে যান দিন।


 আপনার নাম লিখুন

এখানে নিজের নাম লিখতে হবে।
উদাহরণ:
First Name: Suman
Last Name: Das
 আপনি চাইলে বাংলা নামেও খুলতে পারেন।


জন্ম তারিখ নির্বাচন করুন

আপনার সঠিক জন্মতারিখ দিন। ভুল দিলে ভবিষ্যতে আইডি ভেরিফাই করতে সমস্যা হবে।


লিঙ্গ (Gender) নির্বাচন করুন

আপনার Male, Female অথবা Custom যেটা প্রযোজ্য সেটি বেছে নিন।


মোবাইল নম্বর অথবা Gmail দিন

এবার আপনাকে একটা মোবাইল নম্বর অথবা Gmail (ইমেইল) দিতে হবে।
যেমন: suman123@gmail.com বা 9876543210

আপনার মোবাইল নম্বর বা ইমেইলে একটা কোড (OTP) যাবে।


একটি পাসওয়ার্ড সেট করুন

এখন আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে।
যেমন: Suman@2026 (মনে রাখার মতো কিন্তু নিরাপদ)


 ভেরিফিকেশন কোড দিন

আপনার নম্বর বা Gmail-এ একটি ৬ ডিজিটের কোড আসবে।
সেই কোডটি লিখে Confirm দিন।

 ব্যস! এখন আপনার নতুন ফেসবুক আইডি তৈরি হয়ে গেছে।

প্রোফাইল ফটো এবং কভার ফটো কীভাবে যোগ করবেন

নতুন ফেসবুক আইডি খুলে ফেলেছেন? 
কিন্তু এবার একটু তাকিয়ে দেখুন আপনার প্রোফাইলটি কেমন দেখাচ্ছে — উপরে ধূসর একটা ফাঁকা ছবি, আর পেছনের ব্যাকগ্রাউন্ড একেবারে সাদা। এটা দেখে কেউ কি ভাববে এটা আপনার আসল আইডি?

একটা ফেসবুক আইডিকে জীবন্ত করে তুলতে হলে প্রোফাইল ফটো আর কভার ফটো দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসুন, খুব সহজভাবে জেনে নিই — কীভাবে এই দুটি জিনিস যোগ করবেন 

প্রোফাইল ফটো হলো আপনার মুখ — আপনি কে, সেটা সবাই যেন চিনতে পারে।


  1. ফেসবুক অ্যাপে নিজের প্রোফাইলে যান

  2. প্রোফাইল ছবির জায়গায় ক্লিক করুন – Add Profile Picture

  3. আপনার মোবাইলের গ্যালারি থেকে একটি ছবি নির্বাচন করুন

  4. ছবিটা ঠিক করে দিন, মুখ যেন স্পষ্ট দেখা যায়

  5. এবার Save করে দিন

 

কভার ফটো কীভাবে যোগ করবেন

কভার ফটো হচ্ছে আপনার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড — যেটা বলে দেয় আপনি কেমন, কী ভালোবাসেন।

যেভাবে যোগ করবেন:

  1. আপনার প্রোফাইলে গিয়ে উপরের দিকে Add Cover Photo অপশনে চাপ দিন

  2. গ্যালারি থেকে একটি সুন্দর ছবি বেছে নিন — যেমন প্রকৃতি, প্রেরণাদায়ক কোট বা আপনার কোনো পছন্দের মুহূর্ত

  3. ছবিটা ঠিকভাবে বসিয়ে Save দিন

ছবি না দিলে কী সমস্যা হতে পারে?

  1. কেউ আপনাকে চিনতে পারবে না
  2. অনেকেই ভাববে এটা ফেক আইডি
  3. ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেও দ্বিধা করবে
  4. প্রোফাইল অসম্পূর্ণ মনে হবে

তাই দেরি না করে এখনই প্রোফাইল আর কভার ফটো দিয়ে দিন। 

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যেভাবে

ফেসবুকে আইডি খোলার পর শুধু নিজের ছবি দিলেই তো হয় না, মানুষের সঙ্গে যোগাযোগ করাটাই আসল ব্যাপার। তাই এবার যা করতে হবে, সেটা হলো — ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো।

আপনি যাদের চিনেন, যাদের সঙ্গে কথা বলতে চান, তাদেরকে ফেসবুকে খুঁজে বের করে Friend Request পাঠিয়ে দিন। এতে আপনার আইডিতে আস্তে আস্তে বন্ধুর সংখ্যা বাড়বে এবং ফেসবুক ব্যবহারে আগ্রহও বাড়বে।


কাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন?

  • স্কুল বা কলেজের বন্ধুরা

  • প্রতিবেশী বা আত্মীয়

  • যাদের ফোন নম্বর আপনার ফোনে আছে (ফেসবুক নিজেই সাজেস্ট করবে)

  • অফিসের সহকর্মী বা পরিচিত মানুষ


 কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন?

  1. ফেসবুকের সার্চ বারে গিয়ে পরিচিত কারও নাম লিখুন

  2. তার প্রোফাইল খুলে “Add Friend” বাটনে ক্লিক করুন

  3. যদি সে আপনার রিকোয়েস্ট Accept করে, তখন আপনারা বন্ধু হয়ে যাবেন

  4. চাইলে একসঙ্গে চ্যাট, পোস্ট রিয়্যাক্ট বা ছবি শেয়ারও করতে পারবেন


 কিছু কথা মনে রাখবেন:

  • অচেনা মানুষকে রিকোয়েস্ট পাঠাবেন না — ব্লক খাওয়ার ঝুঁকি থাকে

  • দিনে অল্পসংখ্যক রিকোয়েস্ট পাঠান — না হলে ফেসবুক সন্দেহ করতে পারে

  • সবসময় প্রোফাইল ফটো ও নাম ঠিকঠাক রাখুন, যেন মানুষ চিনতে পারে


মনে রাখবেন, ফেসবুকের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের সঙ্গে সংযোগ — আর সেই সংযোগ শুরু হয় একটা ছোট্ট ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে।

তাই এখন থেকেই শুরু করুন, আপনার পরিচিতদের খুঁজে নিন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন।

একটু নিজের কথা…

আজকাল সবাই ফেসবুকে থাকে — কেউ নিজের মনের কথা শেয়ার করে, কেউ পুরোনো বন্ধুদের খুঁজে পায়, কেউ আবার নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করে।
আপনার যাত্রাটাও এখান থেকেই শুরু হোক — একটা ছোট্ট ক্লিক, একটা হাসিমাখা ছবি, আর কিছু কাছের মানুষের সংযোগ দিয়ে।

ফেসবুক শুধু একটা অ্যাপ না — এটা একটা সম্পর্ক, একটা গল্প, একটা অনুভবের জায়গা।
তাই প্রতিটি ধাপ, প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।

আমি বিশ্বাস করি, আপনি আজ যেটা শিখলেন, সেটা অনেককেই সাহায্য করবে।
আপনি তৈরি করুন নিজের এক নতুন দুনিয়া — যেখানে থাকবে বন্ধু, পরিবার আর আপনার মনের কথা।

ভালোবাসা রইল,
শুভ হোক আপনার ফেসবুক যাত্রা।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ