How To Delete Facebook Account Permanently From Mobile | বাংলা

 How To Delete Facebook Account Permanently From Mobile

How To Delete Facebook Account Permanently From Mobile

How To Delete Facebook Account Permanently From Mobile

আজকাল অনেকেই ফেসবুক ব্যবহার কমিয়ে দিচ্ছেন বা একেবারে মুছে ফেলতে চাইছেন। আপনি যদি মোবাইল দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য।

এখানে আপনি শিখবেন:

  • কিভাবে মোবাইল থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন

  • Android Facebook Lite অ্যাপে ধাপগুলো

  • পুরনো একাউন্ট বা পাসওয়ার্ড ছাড়া একাউন্ট ডিলিটের উপায়

সবকিছু সহজ ভাষায়, ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হয়েছে—একবার পড়লেই বুঝে যাবেন।

ফেসবুক  Deactivate করবেন না Delete? পার্থক্য জেনে নিন

আপনি যদি ফেসবুক থেকে দূরে থাকতে চান, তাহলে Facebook আপনাকে দুটি অপশন দেয়:
Deactivate আর Delete

অনেকেই ভাবেন — "এই দুইটা তো এক জিনিস!"
আসলে না। এর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য

চলুন, সহজভাবে বুঝে নিই:

 Deactivate মানে কী

  • আপনি একাউন্টটা সাময়িকভাবে লুকিয়ে রাখছেন

  • আপনার নাম, ছবি, পোস্ট — সব লুকানো থাকবে

  • চাইলে Messenger চালু রাখা যাবে

  • যখন খুশি আবার লগ ইন করলেই একাউন্ট আগের মতো ফিরে আসবে

 এটা ঠিক যেন আপনি ফেসবুক থেকে কিছুদিনের জন্য ছুটি নিচ্ছেন।

 Delete মানে কী

  • আপনি একাউন্টটা একেবারে চিরতরে মুছে ফেলছেন

  • ছবি, ভিডিও, পোস্ট — সব ডিলিট হয়ে যাবে

  • একবার ডিলিট করলে আর ফিরে পাবেন না

  • Facebook আপনাকে ৩০ দিন সময় দেয় সিদ্ধান্ত বদলানোর জন্য

 এটা মানে আপনি Facebook কে বিদায় জানাচ্ছেন, চিরতরে!


 তাহলে আপনি কী করবেন

  • শুধু একটু বিরতি চান? Deactivate করুন

  • একেবারে ফেসবুক ছাড়তে চান? Delete করাই সেরা সিদ্ধান্ত

এখন সিদ্ধান্ত আপনার। চলুন, যদি আপনি ডিলিট করতেই চান, তাহলে দেখে নিই মোবাইল দিয়ে সেটা করবেন কীভাবে

How To Delete Facebook Account Permanently From Mobile

আপনি যদি চিরতরে Facebook থেকে বিদায় নিতে চান, তাহলে নিচের ধাপগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করুন।
এই পদ্ধতি শুধুমাত্র মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য।

 Facebook অ্যাপে লগ ইন করুন

  • প্রথমে আপনার মোবাইল থেকে Facebook অ্যাপ খুলুন

  • আপনার যেই একাউন্ট ডিলিট করতে চান, সেটিতে লগ ইন করুন

Menu (≡) তে ক্লিক করুন

  • অ্যাপের উপরের ডান পাশে থাকা ≡ মেনু বাটনে ক্লিক করুন

  • নিচে স্ক্রল করে Settings & Privacy খুলুন

  • তারপর Settings অপশনে যান


Personal and Account Information এ যান

  • Settings-এর ভেতরে Personal and Account Information অপশন পাবেন

  • এখান থেকে Account Ownership and Control সিলেক্ট করুন


Deactivation and Deletion অপশন দিন

  • এবার Deactivation and Deletion বেছে নিন

  • আপনাকে দুটি অপশন দেখাবে:

    • Deactivate Account (সাময়িক বন্ধ)

    • Delete Account (স্থায়ীভাবে মুছে ফেলা)

আপনি Delete Account সিলেক্ট করুন


Continue to Account Deletion

  • এরপর Facebook কিছু তথ্য দেখাবে

  • চাইলে আপনি আপনার পোস্ট, ছবি, ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন

  • এবার Continue to Account Deletion এ ক্লিক করুন


ফাইনাল কনফার্মেশন দিন

  • এখন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন

  • তারপর Delete Account বাটনে ক্লিক করুন

 আপনার ফেসবুক একাউন্ট এখন ডিলিট প্রসেসে চলে গেছে


 মনে রাখবেন

  • Facebook আপনাকে ৩০ দিন সময় দেয় — এই সময়ের মধ্যে আপনি চাইলে সিদ্ধান্ত বদলাতে পারেন

  • কিন্তু যদি আপনি ৩০ দিনের মধ্যে লগ ইন না করেন, তাহলে একাউন্টটি স্থায়ীভাবে মুছে যাবে

এই ছিল মোবাইল দিয়ে ফেসবুক একাউন্ট পারমানেন্টলি ডিলিট করার একদম সহজ গাইড।

 How to Delete FB Account Permanently From Mobile 2025

২০২৫ সালের নতুন Facebook App এ কিছু UI পরিবর্তন হয়েছে।
Settings গিয়ে “Meta Accounts Center” দেখালে:
Accounts Center > Personal Details > Account Settings > Account Ownership > Deletion

 How to Delete Facebook Lite Account

  1. Facebook Lite অ্যাপে লগ ইন করুন

  2. মেনু > Settings > Account Ownership and Control

  3. Deactivation and Deletion > Delete Account > Continue

Lite ভার্সনেও একই নিয়ম, শুধু ডিজাইন একটু সরল।

How to Delete Old Facebook Account

আপনার পুরনো বা আর ব্যবহার না করা একাউন্টে লগ ইন করুন
তারপর উপরের ধাপগুলো অনুসরণ করে ডিলিট করুন।

 লগ ইন করতে না পারলে “Forget

How To Delete Facebook Account Permanently From Mobile

অনেক ব্যবহারকারী Facebook অ্যাকাউন্ট ডিলিট করতে চান, কিন্তু সার্চ করার সময় তারা ভিন্ন ভিন্নভাবে লিখে থাকেন। যেমন:

  • How to Delete Facebook Lite Account

  • How to Delete Old Facebook Account

  • How to Delete FB Account Permanently From Mobile 2025

  • How to Delete Facebook Account on Android

  • How to Delete Facebook Account Without Password or Email

কিন্তু যেভাবেই সার্চ করুন না কেন — সবার প্রশ্ন একটাই থাকে:

ফেসবুক অ্যাকাউন্ট মোবাইল দিয়ে কীভাবে চিরতরে ডিলিট করব


How To Delete Facebook Account Permanently From Mobile


আপনি Facebook Lite ব্যবহার করুন বা পুরনো অ্যাকাউন্ট ডিলিট করতে চান, কিংবা ২০২৫ সালের নতুন সেটিংস খুঁজছেন — সবার জন্য নিয়মটা প্রায় একই রকম

সঠিকভাবে ধাপে ধাপে এগোলে, আপনি যে কোনো ধরনের Facebook অ্যাকাউন্ট মোবাইল থেকেই ডিলিট করতে পারবেন।

এই পোস্টে আমরা আপনাকে সেই একটাই কার্যকর পদ্ধতি দেখিয়েছি, যা সব ধরণের ইউজারের জন্য প্রযোজ্য।

 তাই আপনি যেভাবেই সার্চ করে থাকুন না কেন —
এই পোস্টটি আপনার সমস্যার সম্পূর্ণ সমাধান দেবে।

 ভুল করে ডিলিট করলে কী করবেন

যদি আপনি ভুল করে Facebook অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন, তাহলে চিন্তার কিছু নেই।
ডিলিট করার ৩০ দিনের মধ্যে আবার লগ ইন করলে,
আপনার অ্যাকাউন্ট আবার সক্রিয় হয়ে যাবে

 তবে ৩০ দিন পার হলে অ্যাকাউন্ট চিরতরে মুছে যাবে, আর ফেরানো সম্ভব না।

 কী করতে হবে

  1. আপনার মোবাইলে বা ব্রাউজারে Facebook অ্যাপ/ওয়েব খুলুন

  2. সেই অ্যাকাউন্টে আবার লগ ইন করুন

  3. লগ ইন করার পর Facebook আপনাকে জিজ্ঞেস করবে – আপনি কি অ্যাকাউন্টটি পুনরায় চালু (Cancel Deletion) করতে চান?

  4. সেখানে “Cancel Deletion” অপশনে ক্লিক করুন

 ব্যাস! আপনার একাউন্ট আবার আগের মতোই ফিরে আসবে, সব কিছু সহ।

 মনে রাখবেন, ৩০ দিনের মধ্যে এই কাজটি করতে হবে
তারপর আর ফেরানো যাবে না।

আজকের এই গাইডে আমরা দেখেছি—কীভাবে মোবাইল দিয়ে খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করা যায়।
আপনি যেই অ্যাপ ব্যবহার করুন না কেন—Facebook, Lite, Android বা পুরনো অ্যাকাউন্ট—একই নিয়মে সব কাজ হয়।

আশা করি এই পোস্টটি আপনাকে পুরো প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।
তবুও যদি কোনো জায়গায় সমস্যা হয় বা কিছু বুঝতে না পারেন, তাহলে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ